ঢাবির বিশেষ সমাবর্তনে ‘বক্তা’ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক-কে আমন্ত্রণ



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ঢাবির বিশেষ সমাবর্তনে ‘বক্তা’ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক-কে আমন্ত্রণ

ঢাবির বিশেষ সমাবর্তনে ‘বক্তা’ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক-কে আমন্ত্রণ

  • Font increase
  • Font Decrease

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি (মরণোত্তর) প্রদানের জন্য ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইসাস-কে আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রতিনিধি ড. বর্ধন জং রান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ কালে এ বিষয়ে অবহিত করা হয়। মর্যাদাপূর্ণ এই বিশেষ অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অংশগ্রহণের সম্ভাব্য সময়সূচি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

   

নানা আয়োজনে জবি আইইআরে শরৎ উৎসব পালিত



জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

 

নানা আয়োজনে শরৎ উৎসব ১৪৩০ পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (আইইআর)। ইন্সটিটিউটের সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে শরৎ উৎসবটির আয়োজন করা হয়। বুধবার (৪ অক্টোবর) সকাল ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হলরুমে শরৎ উৎসবটি পালিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ,গান গেয়ে মেতে উঠেন শিক্ষক শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা শাড়ী পাঞ্জাবি পড়ে শরৎ উৎসবকে আরও রঙিন করে তুলে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান, সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, সহকারী অধ্যাপক শাহনেওয়াজ চন্দন, লেকচারার সানজিদা আক্তার তান্নি, অনুরাধা পাল এবং নশিন আফরোজ সহ ইনিস্টিউটের সকল শিক্ষার্থীরা।

শিক্ষার্থী নুর মোহাম্মদ হিমেল বলেন, অন্যান্য বিভাগের মতো আমরাও খুব অল্প সময়ে মধ্যে শরৎ উৎসব পালন করি এতে শিক্ষক শিক্ষার্থীদের বন্ধনটা আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।

শিক্ষার্থী ফারহানা ঐশী বলেন, সেমিস্টার শেষ হওয়ার পর থেকেই আমরা একটা কিছু করার প্লান করছিলাম। আমাদের ব্যাচের সবাই মিলে একটা দিন শাড়ি পাঞ্জাবি পড়ে উদযাপন করার প্লান ছিল প্রথমে। পরে মনিরা ম্যামকে জানালে সে জানায় সকল ব্যাচকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে। তখন আমরা শরৎ উৎসবের আয়োজন করি।

সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন বলেন, আমরা সব সময় চেষ্টা করি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন দিন উদযাপন করার। সামনের দিনগুলোতেও আমরা সব দিবসে এমন আয়োজন অব্যাহত রাখব।

;

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে 'আন্তর্জাতিক পর্যটন বিষয়ক' সেমিনার অনুষ্ঠিত



নিউজ ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ‘পোল্যান্ডে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বনানীর স্টার টাওয়ারের কনফারেন্স হলে আয়োজন করা হয় এই সেমিনারের। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্যান্ডের একাডেমি অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট জ্যান জ্যাকারউইচ। 

পোল্যান্ডের একাডেমি অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট জ্যান জ্যাকারউইচ মূল প্রবন্ধ উপস্থাপনের সময় বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডে ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা ডিগ্রির পাশাপাশি পেইড ইন্টার্নশিপ এবং স্কলারশিপের সুযোগ রয়েছে। সহজে এই সুযোগগুলো শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগাতে পারেন সে বিষয়টিও তুলে ধরেন জ্যাকারউইচ। খুব শীঘ্রই পোল্যান্ডের একাডেমি অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের সাথে সমঝোতা স্মারক সই করবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত। 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (আইটিএইচএম) বিভাগের প্রধান মোশাররফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস) শিপার আহমেদ। 

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারপরসনগণ এবং আইটিএইচএম বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। এই সেমিনার আয়োজনের মূল লক্ষ্য ছিলো প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য পোল্যান্ডে সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়া। 

;

রাবি ছাত্রলীগের বহিস্কৃত নেতা তন্ময় গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,রাবি
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভর্তি জালিয়াতির অভিযোগে দায়েরকৃত মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের বহিস্কৃত নেতা মুশফিক তাহমিদ তন্ময়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে জালিয়াতির একাধিক মামলা ছিল। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলসহ বিভিন্ন পরীক্ষায় ভর্তি জালিয়াতি ও অপহরণের অভিযোগে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় রাবি শাখা ছাত্রলীগ নেতা তন্ময়ের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এসব অভিযোগে গত আগস্ট মাসে তাকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। তন্ময় শাখা ছাত্রলীগের ২৫তম কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে একই অভিযোগে ছাত্রলীগ কর্মী মহিবুল মমিন সনেট, শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ এবং শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে এবং ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হয়েছেন তারা।

;

গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশের পরপরই হামলার শিকার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাবি
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশের পরপরই ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আখতার হোসেনসহ সংঠনটির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৪অক্টোবর) দুপুর ২টার দিকে টিএসসির পাশে পরমাণু শক্তি কমিশনের সামনের রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, র‍্যালি শেষ করে সংগঠনটির নেতাকর্মীরা কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাচ্ছিলেন। বৃষ্টির কারণে কয়েকজন রিকশাতে উঠলে আহবায়ক আখতার হেটে যাচ্ছিলেন। তিনি পরমাণু শক্তি কমিশনের সামনে অবস্থানকালে কয়েকজন তার ওপর হামলা করে রক্তাক্ত করে। সহকর্মীরা আখতারকে উদ্ধার করতে আসলে তারাও আহত হন।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে সংগঠনটির পক্ষ থেকে সদস্য সচিব নাহিদ ইসলাম হামলার প্রতিবাদে একটি বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তিতে হামলাকারীদেরকে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে অভিযোগ করে বলা হয়, গণতান্ত্রিক ছাত্রশক্তির (DSF) উপর ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত কিছু নেতাকর্মী একযোগে হামলা চালায়।

তবে এ হামলার অভিযোগের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বার্তা ২৪ কে বলেন, এধরনের হামলার সংস্কৃতিতে ছাত্রলীগ বিশ্বাস করে না। আমরা চাই যারা হামলা করেছে তাদের বিচার হোক। আখতার দুই দিন আগে আমাকে ফোন করে সাহায্য চেয়েছে তাই ছাত্রলীগ পুরো সময় তাদের সহযোগিতা করেছে। শুধু ছাত্রলীগের নাম না নিয়ে ডকুমেন্ট (প্রমাণ) দেখাক। যদি প্রমাণ দেখাতে পারে তাহলে ছাত্রলীগের যেই হোক বিচার করব। তবে যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে মনে করব উনি উনার রাজনৈতিক স্বার্থে, নতুন দলকে হাইলাইট করার জন্য এ ধরনের কথা বলতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ১০ থেকে ১২ জন আহত হয়েছে। তবে আখতার ছাড়া কেউ গুরুতর আহত হয়নি।

;