জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে জয়ী আমির-নূরুল-অজিত



জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে ৪৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন, ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।

শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন শুরু হয়। ভোট গণনা শেষে একাধিক সিনেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোট কার্যক্রমের সব কাজ শেষ হলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ২০ ভোট, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নিলীমা ১৫ ভোট ও অধ্যাপক তপন কুমার সাহা ৭ ভোট পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের ১১(১) ধারা অনুযায়ী, নির্বাচিত এই তিন জনের মধ্যে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সিনেট। এরপর রাষ্ট্রপতি একজনকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৮১ জন সিনেট সদস্যের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ৬ জন অসুস্থ্যতার জনিত কারণে উপস্থিত থাকতে পারেননি।

   

শ্রেণীকক্ষের দাবিতে ইবির শিক্ষক লাউঞ্জে তালা



ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ইবির শিক্ষক লাউঞ্জে তালা

ইবির শিক্ষক লাউঞ্জে তালা

  • Font increase
  • Font Decrease

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষক লাউঞ্জে তালা মেরেছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেন শিক্ষার্থীরা।

শ্রেণীকক্ষ সংকট নিরসনে প্রশাসন বরাবর একাধিকবার অনুরোধ করে আশানুরূপ ফল না পেয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে লাউঞ্জে তালা মারে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিতে তালা ভাঙতে গিয়ে শিক্ষার্থীদের বাঁধার সম্মুখীন হয়েছে প্রক্টর। দ্রুত শ্রেণীকক্ষ সংকট নিরসন না হলে শিক্ষক লাউঞ্জ বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা যায়, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শ্রেণীকক্ষ সংকট দীর্ঘদিন ধরে। প্রতি শিক্ষাবর্ষে দুই এক বছরের সেশনজটে রয়েছে। শিক্ষার্থীরা এক দফা এক দাবি করে শ্রেণীকক্ষ সংকট অতি দ্রুত নিরসন করতে চাচ্ছে। তা নাহলে শিক্ষক লাউঞ্জ খুলতে দিবে না তারা। 

নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী বলেন, আমরা সেশনজটের সমস্যায় জর্জরিত হয়ে থাকব আর শিক্ষকরা নিশ্চিন্তে থাকবে এটা কীভাবে হয়? প্রশাসনের কাছে বারবার শ্রেণীকক্ষ সংকট নিরসনের দাবি নিয়ে গিয়েছে তারপরেও কোনো পদক্ষেপ নিচ্ছে না । তিনি বলেন আরো বলেন, আমরা প্রশাসনের কাছে বারবার গিয়েছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে কিন্তু সমাধান করে দেয়নি। গত কয়েকদিন ধরে উপাচার্য মহোদয়ের কাছে বারবার যাচ্ছি। আজ যখন শিক্ষক লাউঞ্জে তালা মারা হয়েছে, তখন চারদিকে এতো সংবাদ ছড়াচ্ছে কেন? 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হেসেন আজাদ বলেন, আজ দুপুরে জানতে পারলাম শিক্ষক লাউঞ্জে নাকি শিক্ষার্থীরা তালা মেরেছে। পরে ঘটনা পরিদর্শন করতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ওই তালা ভাঙার সময় শিক্ষার্থীরা বাঁধা দেয়। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন কাজ চলমান, খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীদের অভিযোগ থাকলে প্রশাসনের কাছে যেতে পারে। কিন্তু শিক্ষকদের খাবার লাউঞ্জে এভাবে তালা মারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিক বলে মনে করে না।

এ সময় শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সামনে প্রতিবাদ করে, শেষ পর্যন্ত প্রোক্টরিয়াল বডি অনুষদ ভবন থেকে চলে আসে।

;

ঢাবিতে ২ দিনব্যাপী পর্যটন মেলা 



ঢাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম ঢাকা
ঢাবিতে ২দিনব্যাপী পর্যটন মেলা 

ঢাবিতে ২দিনব্যাপী পর্যটন মেলা 

  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী পর্যটন মেলা। কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ২৪ এবং ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মেলা উপলক্ষে আয়োজকরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি।

সম্মেলনে বাপ্পি বলেন, ‘মেলায় হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর এবং কক্সবাজারের ঐতিহ্যেবাহী পণ্যের ১৪ টি স্টল থাকবে। মেলা শুরু হবে সকাল ১০ টা এবং শেষ হবে রাত ৮ টায়। এছাড়া মেলা চলাকালীন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পর্যটক এবং দর্শনার্থীদের জন্য তাদের সেবা এবং পণ্যের উপর ১৫-৫০% ছাড় প্রদান করবে।’

তিনি আরও বলেন, এছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের জন্য সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে। মেলায় টাইটেল স্পনসর হিসেবে রয়েছে Travelplz।  প্রায় ২০ হাজার পর্যটক, দর্শনার্থী মেলা প্রাঙ্গন মুখরিত রাখবে বলে আয়োজকরা আশা করছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার স্টুডেন্টস ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাশেদুল রহমান রাসেল, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো:আশরাফুল ইসলাম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ট্যুর অপারেটর গ্রুপ অব কক্সবাজার (ট্যুয়াক) এর সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির পাশা এবং পর্যটন বিষয়ক সম্পাদক তওহিদুল ইসলাম তোহা।

এই আয়োজনের উদ্দেশ্য নিয়ে সাইমুন ইসলাম বাপ্পি বলেন, ‘প্রতিবছর কক্সবাজার জেলা প্রশাসকের উদ্যোগে কক্সবাজারে একটি পর্যটন মেলার আয়োজন করা হয়। আমরা চাচ্ছি আমাদের পর্যটন নগরীর কক্সবাজারের ঐতিহ্য তুলে ধরতে, ব্র্যান্ডিং করতে। সেই লক্ষ্যে ঢাকায় আমাদের এই আয়োজন।’ 

কক্সবাজার ট্যুর অপারেটরের পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম তোহা বলেন, ‘আমরা কক্সবাজারের পর্যটনকে প্রমোট করার জন্য সারা বাংলাদেশে কাজ করি। আমাদের অনেকগুলো কার্যক্রম আছে, তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কক্সবাজারের পর্যটনকে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া। তার জন্য ট্যুরের সাথে জড়িতদের প্রশিক্ষণ দেয়া, সকলকে লজিস্টিক সাপোর্ট দেয়া। এগুলো আমাদের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এরই অংশ হিসেবে এই আয়োজন।’ 

কক্সবাজার হোটেল-মোটেল কমিটির সদস্য নুরুল কবির পাশা বলেন, ‘যারা আমাদের কক্সাবাজার যাবে তাদের জন্য আমার হোটেল ৫০ শতাংশ ও রেস্টুরেন্টে ২০শতাংশ ছাড় দিবো। এর পাশাপাশি আমি সকল কক্সবাজার হোটেল-মোটেল মালিককে মূল্য ছাড় দেয়ার আহ্বান জানাচ্ছি।’

;

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার



রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার

  • Font increase
  • Font Decrease

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৯তম সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম ও রেজিস্ট্রার সোহরাব আলী চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তারকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, ঘটনার আট মাস পর গত ১৮ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হলেও বিষয়টি গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে।

চিঠিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ এনে চলতি বছরের সব পরীক্ষা বাতিল করে বিশ্ববিদ্যালয় থেকে তাকে এক বছরের জন্য বহিষ্কারের কথা উল্লেখ করে।

এ বিষয়ে সানজিদা আক্তার বলেন, ‘মানসিক হয়রানি ও সামাজিকভাবে হেনস্তা ও যৌন নির্যাতনের মামলা থেকে বাঁচতে নকলের অভিযোগে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু যখন ঘটনা ঘটেছিল তখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এক বছর পর এসে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি অভিযোগ করার পর আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে ওই শিক্ষককে রক্ষা করতে।’

চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) ৪র্থ বর্ষ স্নাতক (সম্মান) চুড়ান্ত পরীক্ষা ২০২১-২০২২ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় নকল করার দায়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের সব পরীক্ষা বাতিল করে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো। বহিষ্কারের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তিনি পরবর্তী ৪র্থ বর্ষের সঙ্গে পুনঃভর্তি পূর্বক শ্রেণি কার্যক্রম ও পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবেন।

জানা যায়, গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে মানসিক হয়রানি ও সামাজিকভাবে হেনস্তার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বরাবর চিঠি দেন সানজিদা আক্তার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি পিংকি রানী দে ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুব্রত ভৌমিকের কাছেও অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৯ মার্চ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব। পরে এ ঘটনার দ্রুত সমাধান চেয়ে গত ২৩ আগস্ট উপাচার্য বরাবর আরেকটি চিঠি দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি পিংকি রানী বলেন, ‘সানজিদা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে। সেগুলো আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি তদন্ত করে গত (৩০ জুলাই) উপাচার্য বরাবর প্রতিবেদন দাখিল করেছি। তদন্তে সত্যতা পাওয়া যায়নি। যে কারণে সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চতুর্থ বর্ষের ছাত্রী সানজিদা আক্তারকে বহিষ্কার করা হয়েছে। আর বাংলা বিভাগের চেয়ারম্যান ড. ফখরুল ইসলামের বিরুদ্ধে মানসিক হয়রানি ও শ্রেণি কক্ষে ইঙ্গিতপূর্ণ কথা বলার যে অভিযোগ করা হয়েছিল তা তদন্তে প্রমাণিত হয়নি।’

;

যৌন হয়রানির প্রতিবাদ করায় সংঘর্ষ, ৮ ঢাবি শিক্ষার্থী আহত



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাবি শিক্ষার্থী ও স্থানীয় ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থীরা হলেন- ঢাবির অমর একুশে হলের রোবটিকস অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ, ফার্মেসি বিভাগের বায়োজিদ, নাসিফ, ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদসহ সিফাতুল ইসলাম, আজহা, মাহিন ও জুনায়েদ। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আট জনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এ ছাড়া বাকি ৭ জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।

এ বিষয়ে মাহফুজুর রহমান আলিফ বলেন, আমরা বন্ধুরা মিলে ধানমন্ডি এলাকার উমুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবরে ঘুরতে গিয়েছিলাম। এক পর্যায়ে একটি জায়গায় বসে ‘উনো’ খেলা শুরু করেন। এসময় স্থানীয় দোকানদাররা তাদের মেয়ে সহপাঠীদের নিয়ে অত্যন্ত অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং তাদের জেরা করেন। যা এক পর্যায়ে যৌন হয়রানিতে রূপ নেয়। এর প্রতিবাদ করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে দোকানদারদের কথা কাটাকাটি শুরু হয়, যা পের হাতাহাতিতে গড়ায় বলে দাবি আলিফের।

ফুটপাথের দোকানদাররাও তৎক্ষণাৎ ঘটনাস্থল ত্যাগ করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর মাকসুদুর রহমান জানান, দুই পক্ষের কথা শুনে আইনানুগ যা ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আটজনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এছাড়া বাকি সাতজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।

প্রাথমিকভাবে ধানমন্ডি থানার পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

;