মাদক সেবন নিয়ে জহু হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাদক সেবন নিয়ে জহু হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

মাদক সেবন নিয়ে জহু হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক (জহু) হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। হাতাহাতি জড়ানো দুই গ্রুপের সদস্যরা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা এবং সাধারণ সম্পাদক রুবেল হোসেনের অনুসারী বলে জানা গেছে।

শিক্ষার্থীদের একটি সূত্র বলছে, মাদক সেবনকে কেন্দ্র করে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে হল শাখা ছাত্রলীগ ও প্রশাসন বলছে গান-বাজনাকে কেন্দ্র করে এ ঘটনা। এ ঘটনায় ছাত্রলীগের ১০‌ জন কর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক (জহু) হল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অনেকেই স্টাম্প ও রড নিয়ে ঘটনাস্থলে মহড়া দিতে দেখা গেছে। পরিস্থিতি বেশি উত্তপ্ত হলে, তা থামাতে এগিয়ে আসেন কামাল উদ্দিন রানা ও রুবেল হোসেন। পরে রাত আড়াইটার দিকে উভয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

মদের আসরের বিষয়টি অস্বীকার করে হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন রানা বলেন, রাতে ছাদে উচ্চ স্বরে গান গাওয়াকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়েছে। পরে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনি। তবে কেউ যদি মাদক গ্রহণের প্রমাণ দিতে পারে, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, ছাদে বসা নিয়ে জুনিয়রদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমরা গিয়ে সব সমাধান করে ফেলেছি।

এ ব্যাপারে সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ আবদুর রহিম বলেন, রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পেয়েছি। হলের হাউজ টিউটর, স্টাফ, ছাত্রসহ হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলেছিল। কেউ এ বিষয়ে অভিযোগ দিলে আমরা তদন্তের সাপেক্ষে ব্যবস্থা নেব।