বুয়েট ক্যাম্পাস থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাস থেকে শেখ অলিউর রহমান (৫০) নামের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত অলিউর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের শেখ আবুল কালামের পুত্র ও বুয়েটের সিনিয়র পেইন্টার সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ অক্টোবর) চকবাজার থানাধীন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই রশিদ শেখ জানান, স্ত্রী রানু আক্তার ও ২ ছেলেকে নিয়ে বুয়েটের আবাসিক ভবনের ৫ম তলায় থাকতেন অলিউর। আরেক ছেলে থাকেন কামরাঙ্গীরচর এলাকায়। পারিবারিক বিভিন্ন কারণে স্ত্রী ও ছেলেরা তাকে মারধর করত। এ কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার।

বিজ্ঞাপন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে সেটি হত্যাকাণ্ড কিনা তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।