ঢাবিতে শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগ তদন্ত করবে হল প্রশাসন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিজয় একাত্তর হল

বিজয় একাত্তর হল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে এক শিক্ষার্থীকে রড দিয়ে পেটানোর অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিন সদস্যের ওই তদন্ত কমিটিতে রয়েছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. সেলিম হোসেনকে আহ্বায়ক ও মো. খায়রুল ইসলাম চৌধুরী ও মো. আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

জানা যায়, গত বুধবার বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের ১১০০১ নং কক্ষে রাসেল মাহমুদ নামে এক শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে ওই হলটির মোনাফ প্রান্ত নামে ইতিহাস বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে। প্রান্ত বিজয় একাত্তর হল ছাত্রলীগের কার্য-নির্বাহী সদস্য এবং হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুসের অনুসারী। এ ঘটনায় ওই দিনই হল প্রধ্যক্ষ বরাবর অভিযোগ দেয় ওই ভুক্তভোগী রাসেল।

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউনুস বলেন, আমরা এটি তদন্ত করে দেখছি। দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নিয়ম মেনেই হলে থাকতে হবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।