শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

শিল্পী শাহাবুদ্দিনকে নিয়ে রাবিতে আলোকচিত্র প্রদর্শনী

চিত্রশিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিজ্ঞাপন

আলোকচিত্রশিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতি আয়োজিত এই প্রদর্শনী আগামী বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। প্রদর্শনীটিতে স্থান পেয়েছে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের বিভিন্ন সময়ের অর্ধশত আলোকচিত্র।

পাঁচ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীটির উদ্বোধনীর পূর্বে চারুকলা অনুষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া আলোচনা সভার মধ্যমনী হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সভায় শিল্পী শাহাবুদ্দিন বলেন, নবীন চিত্রশিল্পীদের ছবি আঁকা শেখার জন্য ভালো শিল্পী বাছাই করতে হবে। আর এজন্য সাধনাও করতে হবে। অনেকে শিল্প নিয়ে সুন্দর কথা বলতে পারলেও ভালো কাজ করতে পারে না। একেকজন একেক ক্ষেত্রে দক্ষ। এজন্য আমি যতবার শিল্পকর্ম নিয়ে বলতে যাচ্ছি, ততবারই পিছিয়ে যাচ্ছি, যেন আমি কিছুই জানি না। আমি মেঘনার তীরে বেড়ে ওঠা মানুষ। এজন্য আমার ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবিতে পানি পানি ভাব আছে, আর রক্তের ভাব আছে। কারণ রক্ত না থাকলে তো যে কেউ মৃত।

রাজশাহীতে গ্যালারি স্থাপনের বিষয়ে শিল্পী বলেন, রাজশাহীতে একটা গ্যালারি নেই এটা কথা হলো! আমি আশা রাখি আগামী জুন, জুলাই বা আগস্টের মাঝে একটি গ্যালারি করবেন আপনারা।

রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিল্পী শাহাবুদ্দিনের উপস্থিতি আমাদের ঋগ্ধ করেছে। ১৯৭০ সালে যখন দুর্বোধ্য চিত্রকলার একটা জগৎ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে কিন্তু শিল্পী শাহাবুদ্দিন গাট ছাড়া বাঁধেননি। উনি নিজের একটি চিত্রজগৎ সৃষ্টি করেছেন। তার জীবনটিই এক বিশাল ক্যানভাস। এসময় তিনি রাজশাহীতে রাসিক মেয়রের পক্ষ থেকে শিল্পী শাহাবুদ্দিনের নামে নির্মাণ করতে যাওয়া গ্যালারিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে এমন মাপের একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিকে রাজশাহী এনে সংবর্ধনা দিতে পারলাম। আমি গত শুক্রবার নগরভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছি যে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের নামে একটি আর্ট গ্যালারি করা হবে। রাবি উপাচার্য যেহেতু বলেছেন ক্যাম্পাসে এই গ্যালারি নির্মাণ করলে চারুকলার শিক্ষার্থীরা উপকৃত হবে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু প্রচুর জায়গা, তারা যদি একটি সুন্দর জায়গা নির্ধারণ করে দেন তাহলে আগামী তিনমাসের মধ্যে এখানেই গ্যালারির ভিত্তি প্রস্তর নির্মাণ করা হবে।

চারুকলা অনুষদের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মুন্না ও ইশরাত মেহেজাবীন হৃদির যৌথ সঞ্চলনায় আলোচনা সভায় শিল্পী শাহাবুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি ও রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, বিশেষ আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক গীতাংকা দেবদীপ দত্ত। এছাড়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ইন্ট্রা-রেড কমিউনিকেশনস লিমিটেড (আইআরসি) ও শিলালিপির ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম সুমন।