মারিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ৭ দফা দাবি, উত্তাল শেকৃবি



শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া রহমানের মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ৭ দফা দাবি নিয়ে অবস্থান নেয় প্রশাসনিক ভবনের সামনে। শিক্ষার্থীদের দাবি একাডেমিক হতাশা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা না করতে পারায় মারিয়ার মৃত্যুর কারণ। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন শিক্ষার্থী মারিয়া।

শিক্ষার্থীদের আন্দোলনে পরীক্ষায় ক্যারিঅন পদ্ধতি, এটেন্ডেন্স এর ক্ষেত্রে বিশেষ বিবেচনা, ক্লাস টেস্ট ও কুইজ পরীক্ষা কমানো এছাড়াও এক্সাম উইক চালু করা, ল্যাব খাতার পরিবর্তে ক্লাসনোট, বিশ্ববিদ্যালয়ে একজন অভিজ্ঞ মনোবিজ্ঞানী নিয়োগসহ ৭ টি দাবি রয়েছে।

এসময় শিক্ষার্থীদের দাবি সমূহ স্মারকলিপি আকারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পেশ করবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

তবে মারিয়া রহমানের মানসিক অসুস্থতার প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আছে এমনটা স্বীকার করে ড. ফরহাদ সাংবাদিকদের বলেন, 'মারিয়া মানসিক অসুস্থতার জন্য চিকিৎসা নিয়েছিল। ২০১৯ সালে সে কৃষি অনুষদের ডিন বরাবর একটি আবেদন করে যার সঙ্গে সে বেশ কিছু প্রেসক্রিপশন জমা দেয়। সেখানে তার মানসিক অসুস্থতার কথা উল্লেখ আছে। তবে আমরা এখন তার পরিবারের কথা ভেবে বিষয়টি পুরোপুরি খোলাসা করতে চাচ্ছি না। আমরা যেকোনো প্রয়োজনে মারিয়ার পরিবারের পাশে আছি।'

মেয়ে সেজে প্রেম, ১৮ লাখ টাকা হাতিয়ে নিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী



হাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতারণার মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন সরকারের (২৩) বিরুদ্ধে।

ফেসবুকে জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া আইডি খুলে নবাবগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত সুজন সরকার। প্রেমিকের কাছ থেকে কৃষি প্রজেক্টের কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থী এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, আসামিদের বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৮টার দিকে বিশবিদ্যালয়ের সামনে বাঁশের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুজন সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বীরগঞ্জের সাদুল্লাপাড়া এলাকার গোপাল সরকারে ছেলে। তার সহযোগী সদর উপজেলার মুজাহিদপুর এলাকার দয়াল চন্দ্র রায়ের ছেলে ভগদীশ চন্দ্র রায় (৩০)।

গ্রেফতারের সময় আসামি সুজন সরকারের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুজন সরকার ভিকটিম মো. ফরিদুল ইসলামের নিকট হতে প্রতারণার মাধ্যমে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়।

;

পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা, অবরুদ্ধ উপাচার্য



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা

পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা

  • Font increase
  • Font Decrease

যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে পদোন্নতির দাবিতে ফের উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরা।

রোববার (২৮) বেলা পৌনে ১২টা থেকে শুরু করে এই প্রতিবেদন লিখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) ভারপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, পদোন্নতির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সব শর্ত পূরণ করেও গত ১৫ মাসে অন্তত ৮০ জন শিক্ষক তাদের ন্যায্য পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বার বার বলার পর কোনো সমাধান না পাওয়ায় চারদিন ক্লাসে বিরত থাকাসহ গত মাস থেকে নানাভাবে আন্দোলন করছেন তারা। তারপরও কোনো সমাধান না পাওয়ায় আজ উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়েছেন তারা।

জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকেরা বলেন, রুয়েট কর্তৃপক্ষ সাধারণত প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের পদোন্নতি ও আপগ্রেড করে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য না থাকায় গত বছরের ফেব্রুয়ারিতে শেষ বিজ্ঞপ্তির পর আর কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে সকল যোগ্যতা পূরণ করা সত্ত্বেও দীর্ঘদিন যাবত তাদের পদোন্নতি হচ্ছে না। তাই পদোন্নতির দাবিতেই আজকের (রোববার) অবস্থান কর্মসূচি করছেন তারা। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অ্যধাপক ড. সাজ্জাদ হোসেনের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।

;

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত



নিউজ ডেক্স, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনার শুক্রবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত আট টায় অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি 'দক্ষিণ এশিয়ায় নির্বাচনী রাজনীতি: দেশভাগের অভিজ্ঞতা, গণতন্ত্র ও সুশাসনের চ্যালেঞ্জ' শীর্ষক বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং বার্তা২৪.কম'র অ্যাসোসিয়েট এডিটর ড. মাহফুজ পারভেজ।

আন্তর্জাতিক ওয়েবিনারে সভাপতিত্ব করেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের সাবেক ডিন ড. অনিন্দ্যজ্যোতি মজুমদার। প্রধান পৃষ্ঠপোষক রূপে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অরূপ শীল আর আহ্বায়কের দায়িত্ব পালন করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের সমন্বয়ক ড. শুভজিত ঘোষ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে দেশবিদেশের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি এবং অংশগ্রহণকারীদের সার্টিকিকেট দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ বলেন, আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক গতিশীলতাকে আরো বেগবান করবে এবং আন্তর্জাতিক অ্যাকাডেমি যোগাযোগ, বিশেষত সুপ্রতিবেশী ভারত ও বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও গবেষকদের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় করবে। তিনি বলেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজ অব্যাহত থেকে ভারতের নানা প্রান্তের মানবিক ও সামাজিক বিজ্ঞানের নানা শাখার পণ্ডিত ও গবেষকদের সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের গবেষক সম্প্রদায়ের মিথষ্ক্রিয়ার মাধ্যমে উচ্চতর জ্ঞানচর্চায় ধারাকে প্রসারিত করতে সচেষ্ট থাকবে।

;

রাবির ভর্তিযুদ্ধ শুরু সোমবার



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী সোমবার থেকে অনুষ্ঠিত হবে। এ, বি ও সি এই তিন ইউনিটে আয়োজিত এই ভর্তি পরীক্ষা চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার নিয়মাবলী, কেন্দ্রে প্রবেশের নির্দেশনা, প্রক্সি জালিয়াতি রোধে নিরাপত্তাসহ শিক্ষার্থী ও অবিভাবকদের আবাসন ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর নানা উদ্যোগের কথা জানায় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

থাকছে কোটাসহ ৪ হাজার ৪৬৭ টি আসন

এবারে কোটাসহ ৪ হাজার ৪৬৭ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় বসবে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৮৩৮ টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩ টি। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬ টি। পরীক্ষার জন্য ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৬৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫১ টি চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭ টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬ টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল , জীববিজ্ঞান ও ভূ - বিজ্ঞান অনুষদভুক্ত ২৬ টি বিভাগ অন্তর্ভুক্ত আছে ।

পরীক্ষার ১ ঘণ্টা আগে খুলে দেয়া হবে ভবনের গেট

এবারে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষা ভবনের গেট ও ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেয়া হবে। ৮০ টি বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এতে চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

জালিয়াতি রোধে থাকবে কয়েক স্তরে নিরাপত্তা

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে অসাধুচক্রের সদস্যদের তাৎক্ষণিক শাস্তি বিধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ও শান্তি - শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে জানিয়ে সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। এখানে কোনো ধরনের জালিয়াতি বা কারসাজির সুযোগ নেই। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন- শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা সজাগ আছে। এ বিষয়ে ভর্তি-পরীক্ষা কমিটি ও উপ-কমিটিসমূহ, ইউনিটভিত্তিক কমিটিসমূহ, পুলিশ প্রশাসন নিয়ন্ত্রিত আইন-শৃংঙ্খলা বিষয়ক কমিটিসমূহ, র‌্যাব ও সকল গোয়েন্দা সংস্থা, প্রক্টর দপ্তর, ছাত্র-উপদেষ্টা দপ্তর, জনসংযোগ দপ্তর, আইসিটি সেন্টার, পরিবহণ দপ্তর এবং হল প্রশাসন নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করে চলেছে ।

ভর্তির সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে

ভর্তি সামগ্রিক প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিক নিবন্ধন থেকে শুরু করে ফল প্রকাশ, বিষয় ও হল নির্বাচন, মাইগ্রেশনসহ সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এতে করে দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ফল প্রকাশ করা এবং সর্বোপরি জাল-জালিয়াতি ও কারসাজি রোধ করা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিশেষজ্ঞগণ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

থাকবে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা চলাকালীন প্রক্টর কর্তৃক ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাসহ সকলের সহযোগিতা কামনা করে আহ্বানপত্র প্রচার করা হয়েছে। প্রক্টর অফিস মেস-মালিক সংগঠনের সাথে আলোচনা করেছে। তারা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে। ইতোমধ্যে রাসিক মেয়রের নেতৃত্বে রাজশাহীর সুধীজন, সাংস্কৃতিক কর্মী, শহর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী, মেস মালিক, পরিবহণ মালিক সমিতি এবং অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির সাথেও বিশ্ববিদ্যালয় প্রশাসন মতবিনিময় করেছে।

চিকিৎসা সহায়তায় থাকবে ছয় অ্যাম্বুলেন্স

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ভর্তি-পরীক্ষা চলাকালে রাবি চিকিৎসাকেন্দ্র পরিচালিত একটি মেডিকেল টিম কাজ করবে এবং সার্বক্ষণিকভাবে ৪ টি অ্যাম্বুলেন্সও থাকবে। এছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচালিত ২ সদস্যের একটি মেডিকেল টিম এবং ২ টি অ্যাম্বুলেন্স চিকিৎসা সহায়তা প্রদান করবে। এছাড়াও বিএনসিসি, রোভার স্কাউট, রেঞ্জারগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত ১১টি হেল্পডেস্কের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রদান করবে। এসব হেল্পডেস্কে পানির ব্যবস্থাও থাকবে।

থাকবে ১১ টি ওয়াটারপ্রুফ টেন্ট

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ১১ টি ওয়াটারপ্রুফ টেন্টসহ শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ( টিএসসিসি ) অভিভাবকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি টেন্টে অভিভাবকদের বসার জন্য ২০০ টি করে চেয়ার থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণভাবে ব্যবহারের জন্য ১২ টি স্থানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে।

ক্যাম্পাস পরিষ্কার রাখতে কাজ করবে ১৩০ স্বেচ্ছাসেবী

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের পরিস্কার-পরিছন্ন রাখতে বিশ্ববিদ্যালয়ের পরিছন্নতাকর্মী এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের ১৩০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। এসময় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের প্রচারণামূলক লিফলেট বিতরণ নিষিদ্ধ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো প্রকার বুথ স্থাপন করা যাবে না। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে বিভিন্ন স্থানে স্থাপিত ডাস্টবিনে ফেলার নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষার্থীকে প্রবেশপত্রের কয়েক কপি আনার নির্দেশ

শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রত্যেক পরীক্ষার্থীকে প্রবেশপত্রের কয়েকটি করে কপি সঙ্গে আনতে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পরীক্ষার্থীদের ব্যক্তিগত সরঞ্জামাদি নিজ দায়িত্বে রাখতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য ক্লাব, সমিতি ও সংগঠনগুলো পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে বলে জানানো হয়েছে।

থাকবে শিক্ষার্থী ও অবিভাবকদের থাকার ব্যবস্থা

এদিকের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হলে সীমিত আকারে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নারী অভিভাবকদের অবস্থানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ৯০ নম্বর বাসায় সীমিত ব্যবস্থা করা হয়েছে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ক্যাম্পাসে যান চলাচলে মানতে হবে কয়েক নির্দেশনা

সংবাদ সম্মেলনে যান চলাচল নিয়ে উপাচার্য বলেন, ২৯ থেকে ৩১ মে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো শহরের নির্ধারিত স্থান থেকে সকাল সোয়া ৭টায় ক্যাম্পাস অভিমুখে ছেড়ে আসবে এবং ২৯ ও ৩০ মে ক্যাম্পাস থেকে বিলে সোয়া ৫টায় এবং ৩১ মে বেলা পৌনে ৩টায় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। সকাল ৮ টার পর ক্যাম্পাসে কোনো প্রকার ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে। কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মন্নুজান হল -বেগম খালেদা জিয়া হল - স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন - তুঁত বাগান সংলগ্ন রাস্তাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে।

এছাড়াও, সকাল ৮ টার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনমুখী সংযোগ সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল এবং অটোরিক্সাসহ কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবে না। তবে পরীক্ষা সংক্রান্ত ও চিকিৎসার কাজে ব্যবহৃত গাড়িসমূহ এই নির্দেশের আওতামুক্ত থাকবে। ২৯ থেকে ৩১ মে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ তাদের ব্যক্তিগত গাড়িসমূহ সকাল সাড়ে ৭টার মধ্যে সাবাস বাংলাদেশ মাঠে পার্কি করবেন। বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া আবাসিক এলাকায় বসবাসরতদের ভর্তি পরীক্ষার দিনগুলোতে সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবাসিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র কাজলা গেট ব্যবহার করবেন এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে প্যারিস রোড হয়ে মেইন গেট এবং রোকেয়া হলের পেছনের রাস্তা (ফ্লাইওভার সংলগ্ন) ব্যবহার করতে পারবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ তিন ইউনিটের সমন্বয়ক, অন্যান্য অনুষদ অধিকর্তাবৃন্দ, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, পরিবহণ প্রশাসক, হল প্রাধ্যক্ষ, ভর্তি উপ-কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

;