ডেঙ্গু আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুদ্র চন্দ্র সরকার

রুদ্র চন্দ্র সরকার

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১টার দিকে রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

মৃত শিক্ষার্থীর নাম রুদ্র চন্দ্র সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে।

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নব সরকার বলেন, গত ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় রুদ্র। এরপর ক্লাস-পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সঙ্গে যোগাযোগ করার পর জানতে পারি যে, রুদ্র রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

অর্নব আরও বলেন, গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়ে জানতে পারি, তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসাধীন ডাক্তার জানায় যে তার কিডনিতে সমস্যা এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহূর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউ 'তে ভর্তি করা হয় এবং গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।