ঢাবির হলগুলোতে জলাবদ্ধতা, শিক্ষার্থীরা ভোগান্তিতে
টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল গুলোতে। নানা রকম ভোগান্তিতে পড়েছেন হলের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে টানা বৃষ্টির ফলে ঢাবির বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, শাহ নেওয়াজ ছাত্র হোস্টেল, ড.মোহাম্মদ শহীদুল্লাহ হলের নিচ তলায় পানি উঠতে থাকে।
জানা যায়, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের অবস্থা অত্যাধিক শোচনীয়। বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় রাত ১২টা থেকে বিদ্যুৎহীন অবস্থায় সময় পার করছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই দুর্ভোগের দিনেও হল প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে না পাওয়ার অভিযোগ উঠেছে।
কুয়েত মৈত্রী হলে বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগ করে জানান, বিভিন্ন সময় হল সংস্কারের নামে টাইল্স লাগানো হয় আর কোন সংস্কার আমাদের চোখে পরে নি। রাত থেকেই হলের ভেতরে পানি প্রবেশ শুরু হয়। রাত ১১টায় হলের নিচতলার গণরুমগুলোতে পানি প্রবেশ করতে থাকে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের জিনিসপত্র নিয়ে ওপরের তলায় বন্ধু বা সিনিয়রদের রুমে অবস্থান নেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে। মোবাইল ফোনে চার্জ দিতে পারছি না। হল গেটে রিকশা দাঁড়িয়ে আছে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং যেতে ২০ টাকা ভাড়া নিচ্ছে। এদিকে দুপুর হয়ে গেছে এখন খাওয়ার পানির সংকট দেখা যাচ্ছে।
ওয়াজিহা জাহান জুঁই নামের এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কুয়েত মৈত্রী হলে জলাবদ্ধতা তৈরি হয়ে নিচতলা ডুবে গেছে। পানি সিঁড়ির নিচ পর্যন্ত চলে এসেছে। গণরুমে পানি ঢুকে গেছে। হলের মুদি দোকানের ফ্রিজে পানি ঢুকে ব্লাস্ট করে বিদ্যুৎ সংযোগ বন্ধ। এ সময় তিনি গণরুমের শিক্ষার্থীদের তার নিজের রুমে আসার অনুরোধ করেন।
ড.মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী নজরুল ইসলাম জানান, "এক্সটেনশন ২" ভবনের নিচতলায় বারান্দা ও রুমে পানি উঠেছিলো যার কারণে ছাত্রদের পানি পরিস্কার করে রুমে থাকতে হয়েছে।
প্রসঙ্গত, বৃষ্টিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক এলাকাই পানিতে তলিয়ে গেছে। ভিসি চত্বর থেকে নীলক্ষেত রোড, শাহনেওয়াজ হোস্টেল, নিউমার্কেট এলাকায় কোমর পর্যন্ত পানি লক্ষ্য করা গেছে।
সার্বিক পরিস্থিতি জানতে হলের প্রাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্তদের ফোন দেওয়া হলে তারা ফোন ধরেন নি।