বিক্ষোভে উত্তাল জবি, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে বিক্ষোভ করছে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের মূল গেটের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জবি প্রক্টরসহ প্রক্টোরিয়াল বডিকে ঘিরে রাখতে দেখা যায়। শিক্ষার্থীরা অতিদ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।
আন্দোলনকারী শিক্ষার্থী মুনিয়া আক্তার যুথী বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে এখনো ভিসি আসেনি। কোনো ধরনের আশ্বাস দেয়নি। আম্মান ও প্রক্টর পালিয়েছে, তাদের কোনো খোঁজ নেই।
এ সময় জবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন, উপাচার্য ক্যাম্পাসে আসছেন, তিনি এসে বিষয়টি দেখবেন। আমরা তোমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। তদন্ত কমিটি করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে।
জবি উপাচার্য বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে আমি উপাচার্যের ক্ষমতাবলে অভিযুক্ত সহকারী প্রক্টরকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছি এবং অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেছি।
আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, অতিদ্রুতই তদন্ত রিপোর্ট আসবে এবং আমি কতটা কঠোর হতে পারি তোমরা সেটা দেখবে। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে যা যা করার আমি সবকিছুই করবো।
উল্লেখ্য, শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে প্রথমে ফেসবুকে পোস্ট দেন। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।