জানাজা শেষে বাবার পাশেই শায়িত হবেন অবন্তিকা

  • জবি করেসপন্ডেট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বাবার সাথে অবন্তিকা

ছবি: বাবার সাথে অবন্তিকা

বাবার পাশেই দাফন করা করা হবে জবি শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকাকে। শুক্রবার (১৫ মার্চ) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুমিল্লার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন তিনি। শনিবার (১৬ মার্চ) বাদ জোহর দুপুর ৩টায় কুমিল্লা সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে, অবন্তিকার আত্মহত্যার ঘটনায় শুক্রবার মধ্যরাত থেকেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে রাতভর ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে ক্যাম্পাসে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম।

বিজ্ঞাপন

ঘটনার পর অবন্তিকার মা অভিযোগ করে বলেন, বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কোনো ধরনের প্রতিকার পাননি তিনি।

তিনি জানান, অভিযোগ দেয়ার পর উল্টো অবন্তিকাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। প্রশ্ন রাখেন, যে মেয়ে ডিপার্টমেন্টে প্রথম হয়, সে কীভাবে আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত নিতে পারে? এ সময় তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবিও করেন।

বিজ্ঞাপন