জাবিতে ঈদের ছুটি বেড়েছে ৪ দিন
পবিত্র রমজান, জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও ১লা বৈশাখ (বাংলা নববর্ষ) উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি চারদিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুসারে শ্রেণি কার্যক্রম ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এবং দাফতরিক কার্যক্রম ০৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
সোমবার (০১ এপ্রিল) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।
তিনি বলেন, ‘ঈদের পর শিক্ষার্থীদের নিরাপদে ক্যাম্পাস ফেরত আসা ও ভোগান্তির কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ছুটি চারদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ক্লাস-পরীক্ষা আগামী ১৮ এপ্রিল এবং অফিসসমূহ ১৬ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।’
এর আগে, গত ২৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত শ্রেণিকার্যক্রম এবং ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধের কথা জানানো হয়। তবে ঈদের পর ছুটি কম থাকায় দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে ক্যাম্পাসে ফেরা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়৷ এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।