জাবিতে ২২ দিনের ছুটি ঘোষণা

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে ২২ দিনের ছুটি শুরু হয়েছে। এবারের ছুটি বৃহস্পতিবার (৩০ মে) থেকে আগামী বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত চলবে।

এর আগে গত রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ও ঈদুল আযহার ছুটিতে ক্লাসসমূহ বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

তবে, গ্রীষ্মকালীন ছুটির মধ্যে মে মাসের পরও কোনো বিভাগের পরীক্ষা বাকি থাকলে সংশ্লিষ্ট বিভাগ পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে অফিসসমূহে যথাক্রমে গ্রীষ্মকালীন ছুটি ৩০ মে হতে ৪ জুন মোট ৬ দিন ও ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন হতে ২০ জুন পর্যন্ত মোট ৮ দিন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এছাড়া, ২১ ও ২২ জুন শুক্রবার ও শনিবার সাধারণ ছুটিসহ শিক্ষার্থীরা সর্বমোট ২৪ দিনের ছুটিতে যাচ্ছে।