চবিতে চলছে শিক্ষক সমিতির কর্মবিরতি

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠনটি।

বিজ্ঞাপন

জানা যায়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রর্বতনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ. বি. এম. আবু নোমান জানান, সর্বজনীন পেনশন স্কিলে আমাদের অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন পরিপত্র জারি হয়েছে যার নাম 'প্রত্যয় স্কিম'। এটা নিঃসন্দেহে সরকারের একটি ভালো উদ্যোগ। কিন্তু আমাদের একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে নিয়ম রয়েছে আমরা এই নিয়মের মধ্যেই থাকতে চাই। এছাড়া প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রর্বতনের দাবিতে আজকের এই কর্মবিরতি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে বিশ্ববিদ্যালয় আমাদের জানামতে সর্বাত্মক কর্মবিরতি পালিত হচ্ছে। এটা দুপুর ১টা পর্যন্ত পালিত হবে। তবে পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম যথানিয়মে চলছে।
এর আগে গত রোববার (২৬ মে) সংগঠনটি সার্বজনীন পেনশন বাতিল ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ, ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ১ জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের 'প্রত্যয় স্কিম' বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।