১৬ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৬ দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ দিনের ছুটি ঘোষণা করা হলেও শুক্রবার ও শনিবার বিশ্ববিদ্যালয়ের নিয়মিত বন্ধ থাকায় ৯ জুনের আগে দুইদিন ও ২০ জুনের পরে দুইদিনসহ মোট ১৬ দিন বন্ধ পাচ্ছে জবি শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আযহা উপলক্ষে আগামী ৯ জুন রোববার হতে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বিবদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ১৬ জুন রোববার হতে ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

বিজ্ঞাপন