কোটা সংস্কারের দাবিতে রাতেই আন্দোলনে চবি শিক্ষার্থীরা

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৫ জুন) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের মুলফটকের সামনে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্লোগান সম্বলিত,প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। এসময় তাদেরকে কোটা সংস্কারের দাবিতে সকল কোটা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক, বঙ্গবন্ধুর বাংলায়-কোটাধারীর ঠাই নাই, শেখ হাসিনার বাংলায়-কোটার জায়গা নাই। সকল কোটার বাতিল হোক-যোগ্য ব্যক্তির চাকরি হোকসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

আন্দোলনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাজবি হাসান জানান, আজকে আমরা কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে আন্দোলনে নেমেছি। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই সরকারি চাকরিতে কোটার ব্যাপারটা যাতে করে পুনরায় বিবেচনা করা হয়। আমরা একটা সরকারি চাকরির স্বপ্ন লালন করে অনেক কষ্ট করে লেখাপড়া করতেছি। এখানে যদি প্রথম শ্রেণীর চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকে তাহলে আমাদের লালিত স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে। 

বিজ্ঞাপন