বাকৃবিতে অনুষ্ঠিত হচ্ছে, ‘জাতীয় ক্যারিয়ার কার্নিভাল’
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের কাছে চাকরির বাজার উন্মুক্ত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বাউসিসি) উদ্যোগে দুই দিন ব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার কার্নিভাল শুরু হয়েছে। এতে অংশগ্রহণ করেছে প্রায় ৪০ টিরও বেশি বেসরকারি কোম্পানি ও দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭শ গ্রাজুয়েট।
শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ক্যারিয়ার কার্নিভালটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
বাকৃবির ক্যারিয়ার ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল। তাছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের সিনিয়র কারিগরি উপদেষ্টা সাসো মার্টিনেভ।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘এই কার্নিভাল শিক্ষার্থীদের চাকরির বাজার সম্পর্কে ধারণা অর্জন এবং কর্মজীবনের বিভিন্ন পথ অন্বেষণ করার একটি অনন্য সুযোগ প্রদান করবে। ক্যারিয়ার ক্লাবের সদস্যরা ৪০টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে কার্নিভালে আমন্ত্রণ জানিয়েছে যা নিসন্দেহে প্রশংসার দাবিদার। ১০টি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা সেশনগুলো থেকে চাকরির বাজারের প্রয়োজনীয়তা সম্পর্কে শিখে উপকৃত হতে পারবে।’
কার্নিভালের প্রথম পর্বে গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা, সরকারি চাকরি, কর্পোরেট চাকরি, নেতৃত্ব এবং গুণগত মান উন্নয়ন বিষয়ে কথা বলা হয়। এসব ব্যাপারে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। গবেষণা ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেশনে শিক্ষার্থীদের দিকনিদের্শনা দেন এফএও এর বাংলাদেশের সহকারী প্রতিনিধি নূর আহমেদ খন্দকার ।
সরকারি চাকরি বিষয়ক সেশনে বক্তব্য রাখেন ৪৩তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী শানিরুল ইসলাম। করপোরেট চাকরি বিষয়ক সেশনে শিক্ষার্থীদের দিকনিদের্শনা দেন এসিআই এনিমেল হেলথের হেড অব বিজনেস মোহাম্মদ আমজাদ হোসেন ও ইনজিনিয়াস ক্রপ সাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ।
কার্নিভালের দ্বিতীয় দিন,৮ই জুন, অংশগ্রহণকারী কোম্পানিগুলোর সহযোগিতায় বাকৃবির ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের জিমনেশিয়ামে একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ১০টি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সরাসরি কোম্পানির স্টলে তাদের সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন।