জাবির ৪১তম সিনেট সভা আজ, পেশ হবে ৩১৮ কোটি টাকার বাজেট

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: বার্তা২৪.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: বার্তা২৪.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম সিনেটের বার্ষিক অধিবেশন আজ (শনিবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ 

শনিবার (২৮ জুন) অনুষ্ঠিতব্য এ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে। 

বিজ্ঞাপন

সিনেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নূরুল আলম সভাপতিত্ব করবেন এবং তার অভিভাষণ প্রদান করবেন৷ এরপর অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করবেন৷ উপাচার্যের অভিভাষণ এবং কোষাধ্যক্ষের উপস্থাপিত বাজেটের উপর পরবর্তীতে সিনেট সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন৷ 

রেজিস্ট্রার অফিসসূত্রে জানা যায়, উপাচার্যের সভাপতিত্বে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে আজ এ সভা অনুষ্ঠিত হবে। ৪১তম সিনেট অধিবেশনের আলোচ্যসূচিগুলোর মধ্যে রয়েছে- উপাচার্যের ভাষণ ও আলোচনা, সিনেটের ৪০তম অধিবেশনের কার্যবিবরণী নিশ্চিতকরণ, ২৪ জুন ২০২৩ এ অনুষ্ঠিত সিনেটের ৪০তম বার্ষিক সভার ভার্বেটিম রিপোর্ট অনুমোদন বিবেচনা, ২০২৩-২৪ সনের (সংশোধিত) এবং ২০২৪-২৫ সনের (মূল) রেকারিং বাজেট অনুমোদন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের খসড়া বার্ষিক প্রতিবেদন অনুমোদন, ২৩ এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত শিক্ষা পর্ষদের ১৩৮ তম সভায় সংশোধিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর প্রস্তাবিত সংবিধি অনুমোদনের জন্য ২৩ মে ২০২৪ তারিখের সিন্ডিকেট সভার সুপারিশ বিবেচনা ও বিবিধ। 

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয়। তিন বছর মেয়াদি এই সিনেট সদস্যদের মেয়াদ শেষ হয়েছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর। গত বছরের ১৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে ৩৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। পদাধিকার বলে সিনেটের অন্য পাঁচজন সদস্য হলেন উপাচার্য, দুজন উপ-উপাচার্য, ট্রেজারার এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ৭৩ এর ১৯(১) এর (কে) ধারা অনুযায়ী, সিনেটে অন্যান্য প্রতিনিধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) থেকে সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকবেন৷ তবে প্রায় তিন দশকের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচন বন্ধ থাকায় কোন ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এ সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা।