জাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সিনেট হলে ৪১তম সিনেট সভা

ছবি: সিনেট হলে ৪১তম সিনেট সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

শনিবার (২৯ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ৪১তম সিনেট সভায় উপাচার্যের ভাষনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

উপাচার্য তার অভিভাষণে বলেন, 'ডিন, প্রভোস্ট এবং শিক্ষক ক্যাটাগরি থেকে সিন্ডিকেট সদস্য এবং অর্থ কমিটির সদস্য পদের নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও চলতি ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে সিনেটে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলমান রয়েছে।'

তিনি আরও বলেন, আমি গণতান্ত্রিক চর্চা ও অনুশীলনের উপর শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার লক্ষ্যে আমার নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মেয়াদোত্তীর্ণ পর্ষদগুলোর মধ্যে ইতোমধ্যে কয়েকটি পর্ষদের নির্বাচন আয়োজন করেছে। শিক্ষক ক্যাটাগরি থেকে সিনেট সদস্য, একাডেমিক কাউন্সিল কতৃক অধ্যক্ষ ক্যাটাগরি থেকে সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের বার্ষিক সিনেট অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি টাকার বাজেট অনুমোদনের জন্য পেশ করা হবে।