এবার কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন  ১ লাখ ১২ হাজার ৯শ ৬৪ জন পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন ১ লাখ ১২ হাজার ৯শ ৬৪ জন পরীক্ষার্থী

রোববার (৩০ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ১২ হাজার ৯শ ৬৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবছর বোর্ডের অধীনে ৬ জেলায় ৪শ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১শ ৯৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, এইএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করবে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, পরীক্ষার্থী, পরীক্ষক, অভিভাবক, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সবার সম্মিলিত চেষ্টায় পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যারাই যেখানে কোনো অনিয়ম করার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে কুমিল্লা জেলায় ১শ ৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯ হাজার ৩শ ৯৬ জন, নোয়াখালী জেলায় ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ১৯ হাজার ৬শ ৬২ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮টি কেন্দ্রে ১৫ হাজার ২শ ৯৭ জন পরীক্ষার্থী, চাঁদপুর জেলায় ৬৭টি শিক্ষা-প্রতিষ্ঠানের ৩৪টি কেন্দ্রে ১৬ হাজার ২শ ১৫ জন পরীক্ষার্থী, ফেনী জেলায় ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি কেন্দ্রে ১১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী এবং লক্ষ্মীপুর জেলায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬টি কেন্দ্রে ১১ হাজার ৩শ ৩০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলায় পরীক্ষা পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।