কুবিতে গবেষণায় বরাদ্দ বেড়েছে ৬০ লক্ষ টাকা

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট বরাদ্দ প্রায় ৫ কোটি ও গবেষণা খাতে ৬০ লক্ষ টাকা বরাদ্দ বেড়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তর সূত্রে জানা যায়, কুবিতে ২০২৪-২৫ অর্থবছরে মোট বাজেট বরাদ্দ হয়েছে ৭১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫ কোটি ৩১ লক্ষ টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ৬৬ কোটি ৬৮ লক্ষ ৪৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে গবেষণা খাতে গত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ২ কোটি টাকা। যা এবছরে ৬০ লক্ষ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লক্ষ টাকায়। গতবছরে গবেষণা খাত থেকে কোনো টাকা ফেরত যায়নি।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এই বাজেট বৃদ্ধি হওয়ার পেছনে কিছু ফ্যাক্টর কাজ করে। গবেষণার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধির পাশাপাশি ভালো জার্নাল যেমন: কিউ-১, কিউ-২ মানের জার্নালে প্রকাশ হলেও এই অর্থের পরিমাণ বাড়ে। আমাদের শিক্ষকরা এখন আগের চেয়ে বেশি গবেষণা করছেন, ভালো মানের জার্নালে প্রকাশের হারও বাড়ছে। যদি আরো বেশি গবেষণা ভালো জার্নালে প্রকাশ করতে পারেন তাহলে ভবিষ্যতে এই অর্থের পরিমাণও আরো বাড়বে।'

বিজ্ঞাপন