রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বেরোবি শিক্ষার্থীদের

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার সরকারের দেশব্যাপী শোক পালনকে প্রত্যাখ্যান করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলই) বেরোবির বিভিন্ন বিভাগের অধিকাংশ শিক্ষার্থী সরকার ঘোষিত শোক বর্জন করার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙ সম্বলিত প্রোফাইল তৈরি করে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। শোক পালনের জন্য মঙ্গলবার কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করার কথা বলা হয়। বেরোবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সরকার ঘোষিত শোক কে সমর্থন জানিয়ে কালো রং সম্বলিত নিজেদের ফেসবুক প্রোফাইল তৈরি করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘হত্যাকারী-ই হত্যার শোকে শোকাহত! এটা শোক দিবস নয়, প্রহসন! প্রত্যাখ্যান করছে ছাত্র সমাজ!’

বিজ্ঞাপন

ইলেক্ট্রনিক ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গোলাম রাব্বানী নামে আরেক শিক্ষার্থী লিখেন, ‘রক্তের দাগ শুকায় নাই শোক নয়, আমার ভাইয়ের রক্তের বদলা চাই।’

গণিত বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান টুম্পা লাল কাপড় দিয়ে নিজের চোখ বাধা সম্বলিত একটি ছবি  ফেসবুক প্রোফাইল পরিবর্তন করে ক্যাপশনে লিখেন, ‘The sky is red...’