জামায়াতকে নিষিদ্ধ করায় সরকারকে ঢাবি শিক্ষক সমিতির অভিনন্দন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জামায়াতকে নিষিদ্ধ করায় সরকারকে ঢাবি শিক্ষক সমিতির অভিনন্দন

জামায়াতকে নিষিদ্ধ করায় সরকারকে ঢাবি শিক্ষক সমিতির অভিনন্দন

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ সরকার গতকাল (১ আগস্ট) জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের সাথে তাদের সক্রিয় সম্পৃক্ততা ও সাম্প্রতিক সময়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কারণে উক্ত সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতি সরকারকে অভিনন্দন জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক বিবৃতির মাধ্যমে সরকারকে অভিনন্দন জানান।

বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা ও ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী নিধনের নেতৃত্বদানকারী এবং ৩০ লক্ষ শহিদদের রক্তে স্নাত দুই থেকে ছয় লক্ষ নারীর সম্ভ্রম ও আত্মত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধীতাকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির (তৎকালীন ছাত্র সংঘ)। স্বাধীনতা উত্তর বাংলাদেশেও তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে শিক্ষক-শিক্ষার্থী নির্যাতন ও হত্যার বহু ঘটনা ঘটিয়েছে।

বিজ্ঞাপন

এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করে। তবে এটিই যথেষ্ট নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি রাষ্ট্রের সকল পর্যায়ের মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে সবধরনের উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছে।