একদফা দাবিতে উত্তাল ইবি, শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর একাত্মতা

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দেশব্যাপী শুরু হয়েছে অসহযোগ আন্দোলন কর্মসূচি। কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন করতে স্থানীয় এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রোববার (৪ আগস্ট) ইবি ক্যাম্পাস এলাকায় একদফা দাবিতে সমবেত হয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রাসহ নানা শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন কর্মসূচিতে।

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা ১২টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। শিক্ষার্থীসহ কয়েক হাজার স্থানীয় এলাকাবাসী মহাসড়ক আটকে 'খুনি হাসিনা স্বৈরাচার, এই মুহুর্তে বাঙলা ছাড়'', এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি', 'গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি'-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে আন্দোলন চলাকালে বেলা সাড়ে ১২টার দিকে ইবি সংলগ্ন এলাকা থেকে সরে যান পুলিশ-আনসার বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পরে তারা ইবি থানায় অবস্থান নেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। লাশের উপর দাঁড়িয়ে কোনো সংলাপে যেতে চাই না। এখন আমরা এক দফা দাবিতে মাঠে নেমেছি। আমাদের উপর যতই হামলা-মামলা করা হোক, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।