ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে: সমন্বয়ক নাহিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে: সমন্বয়ক নাহিদ

ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে: সমন্বয়ক নাহিদ

বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

এছাড়া হলগুলোতে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফেসবুক আইডির প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট করেন নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

নাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবশ্যই প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের জন্য বৈধ সিটের ব্যবস্থা করা হবে। নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

এ ছাড়াও ক্যাম্পাস থেকে দখলদারিত্ব এবং সন্ত্রাস উৎখাত করা হবে জানিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘সকল ধরনের দখলদারিত্ব ও সন্ত্রাসকে ক্যাম্পাস থেকে উৎখাত করা হবে।’

প্রসঙ্গত, সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর ডাকা কর্মসূচি ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’র দ্বিতীয়দিন সোমবার ‘মার্চ টু ঢাকা’-র আহ্বানে সাড়া দিয়ে লাখ লাখ মানুষ ঢাকার রাস্তায় নেমে পড়েন।

দুপুরের দিকে লাখো ছাত্র-জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন অভিমুখে যাত্রা শুরু করে। এরপর বেলা আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশত্যাগ করেন।

পরে তারা ভারতের রাজধানী দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিডন বিমানবন্দরে অবতরণ করেন। তারপর থেকে তারা দিল্লিতেই অবস্থান করছেন।