ভেঙ্গে ফেলা হলো কুবির বঙ্গবন্ধু ভাস্কর্য
ভেঙ্গে ফেলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।
বুধবার (৭ আগস্ট) বেলা ২টার দিকে এ ভাস্কর্যটির ভাঙ্গা অংশ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।
গত তিনদিন ধরেই ভাষ্কর্যটি ভাঙ্গার চেষ্টার পর আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভাস্কর্যটি ভাঙ্গা বিভিন্ন অংশ প্রশাসনিক ভবনমুখী রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। যারা এটা ভাঙছিল তাদের সাথে কথা বলতে গেলে তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, এ কাজ মূলত ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিলেই করেছেন।
এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, 'এটি আমাদের কাজ নয়। আমরা এর সাথে সম্পৃক্ত নই। অন্যরা এই কাজ করে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের প্রতিপক্ষ বানাতে ছাত্রদলের নাম জড়িয়ে প্রচার করছে। আমাদের জননেতা নির্দেশ দিয়েছেন যে, কোনো প্রকার সহিংসতা না করতে এবং আমরা কোনো প্রকার সহিংসতায় জড়িতও নই।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
এর আগে ২০১৭ সালে প্রকৌশল শাখার তত্ত্বাবধানে ২০ লাখ টাকা ব্যয়ে শিল্পী মৃণাল হকের মাধ্যমে এ ভাস্কর্যটি স্থাপন করা হয়। অল্প জায়গায় ছোট একটি বেদী নির্মাণ করে সেখানেই স্থাপন করা হয় ভাস্কর্যটি। নির্মাণের ৫ মাসের মাথায় ভাস্কর্যে ফাটল, প্রকৃত নকশা অনুসরণ না করা, ভাস্কর্যে বঙ্গবন্ধুকে ক্ষুদ্রাকৃতি এবং বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এটি এখান থেকে স্থানান্তর করে খোলামেলা জায়গায়, উপযুক্ত স্থানে দৃষ্টিনন্দন ও নকশা অনুসরণ করে বঙ্গবন্ধুর প্রকৃত অবয়ব সমৃদ্ধ ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়ে আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ২০১৯ সালের ২৩ মে ভাস্কর্যটি পরিবর্তনের জন্য মানববন্ধনও করেছিল শিক্ষক-শিক্ষার্থরা।