পাবিপ্রবিতে অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • পাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ অবস্থানকারীদের দ্রুত সময়ের মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। একই সঙ্গে যারা বৈধভাবে হলে উঠতে ইচ্ছুক, তাদেরকেও আসনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

রোববার (১১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট সাক্ষরিত একটি নোটিশ এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সব অনাবাসিক ছাত্রদের আগামী ১৪ আগস্ট (বুধবার) বিকেল ৫টার মধ্যে নিজ দায়িত্বে হলের রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করে সব নিজ মালামালসহ রুম ফাঁকা করার জন্য নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়ের মধ্যে যদি কেউ রুম ফাঁকা না করে দেয়, তাহলে তার মালামালের দায়িত্ব হল কর্তৃপক্ষ বহন করবে না।

শিক্ষার্থীদের সিট পাবার বিষয়ে নোটিশে বলা হয়েছে, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ থেকে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক ছাত্র হতে ইচ্ছুক তারা আগামী ১২ আগস্ট তারিখ থেকে ১৪ আগস্টের মধ্যে হল অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করে আগামী ১৭ আগস্ট হল অফিসে আবেদন ফরম গুরুন করে জমা দেওয়ার জন্য বলা হলো।

বিজ্ঞাপন