ব্যক্তিগত কারণ দেখিয়ে বশেফমুবিপ্রবির ভিসির পদত্যাগ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো কামরুল আলম খান।

রবিবার (১১ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

বিজ্ঞাপন

এর আগে গত শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের উপাচার্যের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাকে ২৪ ঘণ্টা সময় বেধে দেন তারা।

রবিবার রাত ১০ টার দিকে বার্তা২৪.কম-কে উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বশেফমুবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী।

বিজ্ঞাপন

পদত্যাগপত্রে অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উল্লেখ্য করেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

উপাচার্যের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,উপাচার্য পদত্যাগ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদত্যাগ করেননি।

এদিকে আজ রবিবার (১১ আগস্ট) বিকালে ৫টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের দেওয়া পদত্যাগের ৪৮ ঘন্টার  আলটিমেটামের সময় শেষ হয়। তবে এই সময়ের মধ্যে উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার পদত্যাগ না করায় বিকেল ৫ টার পর ঝটিকা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে ঢুকে তাদের নাম ফলক সড়িয়ে দেয় এবং অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারীরা।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এস. এম. ইউসুফ আলী, মির্জা আজম হলের প্রভোস্ট পার্থ সারথি দাস, সহকারী প্রক্টর সুমিত কুমার পাল, পরিবহন কমিটির সদস্য হোসাইন মোহাম্মদ আপেল ও কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি পদত্যাগ করেছেন।

ট্রেজারার, রেজিস্ট্রার সহ অনন্যরা পদত্যাগ না করা ও কিছু দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।