ইডেনের হলে ফিরছেন ছাত্রীরা

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইডেনের হলে ফিরছেন ছাত্রীরা

ইডেনের হলে ফিরছেন ছাত্রীরা

কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতার জেরে জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

সরকার পতনের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে হলে ফিরতে শুরু করে সাধারণ ছাত্রছাত্রীরা। রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রতিষ্ঠানটির হলগুলো খুলতে শুরু করেছে। ক্লাস শুরু না হলে ও ছাত্রীরা আসতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ আগস্ট) সরেজমিনে ইডেন মহিলা কলেজের ছয়টি হলে দেখা যায়, সেখানে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। হাসনা বেগম ছাত্রী নিবাসে দেখা যায় ছাত্রীরা আসা শুরু করেছে।

তৃতীয় বর্ষের ছাত্রী সাদিয়া জানায়, হল বন্ধ ঘোষণা করার পরে বাড়িতে চলে গিয়েছিলাম প্রথম দিকে আন্দোলনের সক্রিয় ছিলাম পরে হল বন্ধ ঘোষণা করায় বাড়িতে চলে যাই। শিগগিরই ক্লাস শুরু হবে এ জন্য চলে এসেছি। ক্যাম্পাসে এখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এজন্য ভয় পাচ্ছিনা। আমাদের কলেজ, আমাদের হল, এখানে আমাদের স্বতঃস্ফূর্ত বিচরণ থাকবে এটাই স্বাভাবিক আমরা দ্রুত আমাদের ক্যাম্পাস আবার ভরপুর দেখতে চাই।

বিজ্ঞাপন

জেবুন্নেসা হলের আরেক তৃতীয় বর্ষের ছাত্রী ইশরাত জানায়, পলিটিক্যালি যারা ছিল আন্দোলনের সময় তারা সবাই চলে গেছে। আমি গতকাল হলে ফিরেছি, হলের পরিস্থিতি আপাতত স্বাভাবিক দেখছি। আমরা দ্রুত ক্লাস, পরীক্ষা শুরু করতে চাই।

এদিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মহিলা হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।