বাংলাদেশের সম্প্রীতি কামনা করে 'একতার বাংলাদেশ' এর সমাবেশ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:  'একতার বাংলাদেশ' এর সমাবেশ

ছবি: 'একতার বাংলাদেশ' এর সমাবেশ

বাংলাদেশের সম্প্রীতি কামনা করে 'একতার বাংলাদেশ' সংগঠন এক সম্প্রীতি সমাবেশ করছে।

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে বিকাল ৪টায় 'একতার বাংলাদেশ' এর মুখপাত্র তাহমীদ আল মুদাসসির এর সভাপতিত্বে এ সভা আরম্ভ করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক আবু সায়েম,অধ্যাপক রফিকুল ইসলাম,অধ্যাপক শাফী মোহাম্মদ, ফাদার তপন ডি রোজারিও এবং 'কালবেলা' পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা।

এ সময় বাংলাদেশের সম্প্রীতি কামনা করে শপথ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক। শপথে পাঠকালে তিনি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার প্রতিটি পদচিহ্ন হবে ন্যায়বিচারকে সমুন্নত রাখার একেকটি প্রতিরূপ। সাম্য এবং মানবিক মর্যাদা হবে আমার রাষ্ট্রের প্রতিটি অংশীজনের সাথে যোগাযোগের সেতুবন্ধন। আমার কাছে জনগনের সার্বভৌম ক্ষমতার যথাযথ বাস্তবায়নই হবে ব্যক্তিগত স্বার্থকে সমুন্নত রাখার একমাত্র রক্ষাকবজ। বাংলাদেশকে কেন্দ্র করে আমার কার্যক্রম এবং চিন্তার পরিসর জনগনের সার্বভৌম ইচ্ছাকে সব সময় ক্ষমতায়িত করবে। আমি জীবনের যেকোন পর্যায়ে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং সার্বভৌমত্বের সাথে আপোষ করব না। রাষ্ট্রীয় ক্ষমতা যদি নিপীড়নমূলক হয়ে উঠে বা হয়ে উঠতে চায় তার বিপরীতে দাঁড়ানো হবে আমার একান্ত দায়িত্ব। আমি সাক্ষ্য দিচ্ছি যে, সকল ধরনের বিভাজনের পথ রুদ্ধ করে বাংলাদেশ হবে সকল মানুষের মানবিক মর্যাদা নিশ্চিতকরণের উর্বর ভূমি।

বিজ্ঞাপন