শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা শুরু

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা শুরু

রাফা প্লাজা অভিমুখে পদযাত্রা শুরু

শহীদদের স্মরণে পদযাত্রা, মোমবাতি প্রজ্জ্বলনসহ বেশ কিছু কর্মসূচি পালনের উদ্দেশ্যে শাহবাগ থেকে রাফা প্লাজা অভিমুখে যাত্রা শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃৃবৃন্দ। এ সময় 'একতার বাংলাদেশ' সংগঠন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিগণও পদযাত্রায় যুক্ত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' এর ব্যানারে এ পদযাত্রা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, আমাদের কর্মসূচির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে খুনি হাসিনার বিচারসহ চার দফা দাবি। ঢাকার সকল ছাত্র ও জনতাকে উক্ত প্রোগ্রামে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও, সারাদেশে যেসব স্থানে শহীদ হয়েছেন, সেসব স্থানে পদযাত্রা,মোমবাতি প্রজ্জ্বলন ও দোয়া কর্মসূচি পালনের আহ্বান জানানো হচ্ছে।

দাবিগুলো হলো:

বিজ্ঞাপন

১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ দল সহ যারা  পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় যারা অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।

৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েমের চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে ।

৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, রাফা প্লাজার সামনে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।