রাবিতে আটক ছাত্রলীগ নেতা, আবাসিকতা বাতিল

  • রাবি করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:সংগৃহীত

ছবি:সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলে ফেরা এক ছাত্রলীগ নেতাকে আটক করে বেধরক মেরেছে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগষ্ট) বেলা পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে এই ঘটনা ঘটে। পরবর্তীতে হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে মুচলেকা নিয়ে তার আবাসিকতা বাতিল করে দিয়েছে।

বিজ্ঞাপন

মুচলেকা দেয়া ওই ছাত্রলীগ নেতার নাম সোহাগ রানা। তিনি শহীদ শামসুজ্জোহা হল শাখা ছাত্রলীগের গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার পৌনে চারটার দিকে শহীদ শামসুজ্জোহা হলে প্রবেশ করেন সোহাগ রানা। বিষয়টি জানাজানি হলে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে হলের প্রধান ফটক আটকে দেয়। এসময় তার বিরুদ্ধে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন, জোড়পূর্বক সিট থেকে নামিয়ে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও সিটবাণিজ্যের অভিযোগ তোলেন সাধারণ শিক্ষার্থীরা। এর একপর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে হলের বারান্দার পিলারে বেঁধে রেখে। এসময় তার ফোন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী হলের এক শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে মারধরের কথপোকথনও পান তারা। পরে হল প্রাধ্যক্ষ ও বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের হলে ডেকে নেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, এদিন বিকেল ৬টার দিকে হলে প্রবেশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দীন খান এবং বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। এর কিছুক্ষণ পরে সোহাগের বাঁধন খুলে দেয় সাধারণ শিক্ষার্থীরা। পরে হলের গেস্টরুমে তাকে নিয়ে বসেন শিক্ষকবৃন্দ। এসময় প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম আসলে প্রাধ্যক্ষ কক্ষে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ছাত্রলীগ নেতা সোহাগ সকল শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে পরবর্তীতে হলে আসবেন না বলে মুচলেকা দেন।

মুচলেকাতে সোহাগ উল্লেখ করে বলেন, আমি শহীদ শামসুজ্জোহা হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। বিগত সময়ে এই হলের আবাসিক শিক্ষার্থীদের হয়রানি, রুম থেকে নামিয়ে দেওয়া, সীট বাণিজ্য ইত্যাদি অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাগীতে আমি কোনো ধরণের অপকর্মের সঙ্গে জড়িত হবো না কথা দিচ্ছি। যদি পরবর্তীতে কোনো ধরণের অপকর্মের সাথে জড়িত হই সেক্ষেত্রে সব ধরণের আইনানুগ শাস্তি মাথা পেতে নেব। পরবর্তীতে আমি এই হলে অনুপ্রবেশের চেষ্টাও করব না।

এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। এছাড়া তার কক্ষ থেকে হলের গেস্টরুমের একটি সোফা উদ্ধার করা হয়েছে। তাকে বার বার বলার পরও সেটি সে হল কর্তৃপক্ষকে ফেরত দেয়নি। সে তার অভিযোগগুলো স্বীকার করে মুচলেকা দিয়েছে এবং হল প্রশাসন তারা আবাসিকতা বাতিল করেছে। সে আর হলে থাকতে পারবেনা।