রাবি অ্যাগ্রিকালচারাল ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে রাবি অ্যাগ্রিকালচারাল ক্লাব।

বৃক্ষরোপনের আগে সংক্ষিপ্ত আলেচনা সভায় ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সর্দার বলেন, আমাদের ভবিষ্যত প্রজন্মকে এই পৃথিবীতে টিকিয়ে রাখতে হলে প্রথমে পরিবেশকে টিকিয়ে রাখতে হবে। এর জন্য বৃক্ষরোপন অপরিহার্য। শুধু বৃক্ষরোপন করলেই হবে না, সেগুলোর পরিচর্যাও করতে হবে। পরিচর্যার অভাবে অসংখ্য গাছ নষ্ট হয়ে যায়। এগুলো সুরক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। গাছ যে ফল, অক্সিজেন, ছায়া দেয়; এগুলো সবই কিন্তু সদকায়ে জারিয়া।

বিজ্ঞাপন

অ্যাগ্রিকালচার অনুষদের ডিন অধ্যাপক আরিফুর রহমান বলেন, সুস্থ ও সুন্দরভাবে বাঁচতে চাইলে অবশ্যই আমাদের গাছ লাগাতে হবে। অনেকে গাছ লাগানোর পরে আর যত্ন নেয়না। এটা করা যাবে না। গাছেরও জীবন রয়েছে। গাছপালা যত্নের অভাবে মারা গেলেতো কোনো লাভ হবে না। এবিষয়ে প্রচার-প্রচারণা করতে হবে। ঘর-বাড়ির আঙিনাসহ ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। বিশেষ করে বাড়ির আঙিনায় গাছ লাগানো এখন অনেক কমে গেছে।

ক্লাবের সভাপতি সালমান ফারসি বলেন, আমরা রাবি ক্যাম্পাসকে পরিবেশগত দিক থেকে সুন্দর একটি ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। আমরা চাই, এই ক্যাম্পাসের সকল শিক্ষার্থী যেন সুস্থ ও সুন্দর পরিবেশে লেখাপড়া করার সুযোগ পায়। আর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের সবাইকে এবিষয়ে সচেতন হতে হবে।

এসময় অন্যদের মধ্যে অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক শশি আহমেদ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি অধ্যাপক ময়জুর রহমান, অধ্যাপক ড. কে এম মোজাফফর হেসাইন, ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক এ আই বাকি বরকতুল্লাহ, অধ্যাপক সাইফুল ইসলাম, ফিসারিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আ ব ম মহসিন, অধ্যাপক মোস্তাফিজুর রহমান মন্ডল, সহযোগী অধ্যাপক ড. সৈয়দা নুসরাত জাহান, আরইউএসি'র বোর্ড সদস্য আহাদুজ্জামান আহাদ ও শ্রাবণসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সালমান ফারসি এবং সঞ্চালনা করেন এইচআরডি সম্পাদক ইফতিখার আলম ধ্রুব।