১৫ সেপ্টেম্বরের মধ্যে রাবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনাবাসিক শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর সকাল দশটার মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের সঙ্গে হল প্রাধ্যক্ষগণের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ছে। জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এছাড়া আলোচনার অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- আবাসিক হলে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আবাসিকতা প্রদান করা হবে। হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হল সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করলে কর্তৃপক্ষ সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।