ঢাবির শিক্ষার্থীদের ‘গণবিয়ে’ নিয়ে সরব ফেসবুক

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের উদ্যোগে ‘গণবিয়ে’র আয়োজন করা হয়েছে- এমন খবরে আলোচনা-সমালোচনার হিড়িক সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

বিজ্ঞাপন

আগামী ২০ সেপ্টেম্বর ‘স্বাধীনতা ভোজ’ ও ‘গণবিয়ে’র কার্যক্রম শুরু হবে বলে জানান জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী আল আমিন সরকার। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাত্র-পাত্রী সন্ধান করছেন।

তবে বিশ্ববিদ্যালয়ের হলে ‘গণবিয়ে’র অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকাররের পতন ঘটানোর আনন্দকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের ‘ট্রমাটিক সিচুয়েশন’ কাটাতে জহুরুল হক হলে ২০ সেপ্টেম্বর স্বাধীনতা ভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন গণবিয়ে পরিচালনার ঘোষণা দেন কয়েকজন আবাসিক শিক্ষার্থী। এরপর থেকেই বিষয়টি আলোচনার শীর্ষে রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফারুক শাহ বলেন, বিশ্ববিদ্যালয় হলো একাডেমিক ইনস্টিটিউট, হল গণবিয়ের জায়গা না। আমরা এটার অনুমতি দিতে পারি না। আর এ বিষয়ে শিক্ষার্থীরা এখনো অনুমতি চাইতেও আসেনি। অনুমতি চাইলেও এমনটা সম্ভব না। তবে শিক্ষার্থীরা চাইলে অন্য কোথাও এটা আয়োজন করতে পারে।