আবারো ১৪ জুলাইয়ের স্লোগান ঢাবি ক্যাম্পাসে

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে নানারকম স্লোগানের মাধ্যমে ১৪ জুলাই রাতে কেঁপে উঠেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ঠিক ২ মাস পর আবারো স্লোগানে প্রকম্পিত হচ্ছে ক্যাম্পাস।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাবির হলপাড়া থেকে স্লোগানসহ এ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার/ কে বলেছে কে বলেছে, স্বৈরাচার সরকার’,'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, 'জুলাইয়ের ইতিহাস, বিকৃতি চলবে না, আবু সাইদ এর ইতিহাস বিকৃতি চলবে না'সহ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলরত শিক্ষার্থীরা জানান, সমন্বয়কদের মধ্যে অনেকেই আমাদের ঐতিহাসিক স্লোগান, "তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার" এটাকে পালটে দিতে চায়। আমরা এ ইতিহাস পালটে দিতে পারি না। তাই আজ আবারো ২ মাস পূরণ উপলক্ষে এবং ইতিহাস পালটে দেয়ার পায়তারা রুখে দিতে আমরা এ স্লোগান ধরে মিছিল করছি।

বিজ্ঞাপন

এর আগে সকালেই ফেসবুক গ্রুপে এ মিছিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাবি শিক্ষার্থী মো. রিয়াজ উদ্দিন সাকিব এক ফেসবুক স্ট্যাটাসে ঘোষণা দেন, "আজ রাত ১০টায় ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাবি ক্যাম্পাস।"