ঢাবিতে রাসুলের মূর্ছনায় মাওলিদ মিছিল ইনকিলাব মঞ্চের

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাওলিদ মিছিল ইনকিলাব মঞ্চের/ছবি: বার্তা২৪.কম

মাওলিদ মিছিল ইনকিলাব মঞ্চের/ছবি: বার্তা২৪.কম

আজ হিজরি সনে ১২ রবিউল আওয়াল এই দিনে ইসমাল ধর্মের বিশ্বনবী ধরায় আগমন করেন। প্রিয় নবীজির আগমনের খুশিতে ধর্মপ্রাণ মুলমানগণ নাতে রাসুলের মূর্ছনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাওলিদ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল বের করে ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

এ সময় মিছিলে অংশগ্রহনকারীরা নবীজির সানে বিভিন্ন নাত পরিবেশন করেন। অনেকে ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী; এলো ধরায় ধরা দিতে সে নবী ব্যতিত মানবের ধ্যানের ছবি; সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলীওয়ালা ইত্যাদি লিখে প্লেকার্ড প্রদর্শন করে।

উল্লেখ্য, মিছিলটি রাজু ভাস্কর্য থেকে কলাভবন, কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন, হলপাড়া ,নীলক্ষেত মোড় ও শাহবাগ হয়ে টিএসসি এসে শেষ হয়।

বিজ্ঞাপন