কর্মকর্তাদের ইচ্ছেমত অফিসে আসা, উপাচার্যের সতর্কতা

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রশাসনিক দফতর পরিদর্শনে বেরোবির উপাচার্য, ছবি: বার্তা২৪.কম

প্রশাসনিক দফতর পরিদর্শনে বেরোবির উপাচার্য, ছবি: বার্তা২৪.কম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড.শওকত আলী সকাল ৯ টায় অফিসে আসলেও ঠিক সময়ে অফিসে আসেননি অধিকাংশ প্রশাসনিক কর্মকর্তা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে কর্মকর্তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য সকাল ৯টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দফতর পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপাচার্য।

বিজ্ঞাপন

জানা যায়, উপাচার্য সকাল ৯ টায় নিজ অফিসে আসেন। এরপর প্রশাসনিক ভবনে বিভিন্ন দফতরে পরিদর্শন করতে যান। কিন্তু এসময় তিনি অধিকাংশ কর্মকর্তাদের অফিসে পাননি। অনেকে আবার উপাচার্য অফিস এসেছেন শুনে তড়িঘড়ি করে অফিসে আসেন। পরে উপাচার্য তাদের অফিসে ডেকে সতর্ক করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী বলেন, আমি সকাল ৯ টায় অফিসে আসতে পারলে তারা কেনো আসতে পারবে না। অনেকে আবার ডরমেটরি থাকে। অথচ এত কাছে থেকে তারা আসতে পারেন না। সার্বিকভাবে সবাইকে সর্তক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও কর্মকর্তাদের অফিসে ইচ্ছে মত আসা-যাওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছে।