ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জবি কোষাধ্যক্ষ

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরী

অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরী

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির চৌধুরী। তিনি আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পদত্যাগ জমা দেয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন ।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্রটি ১২টায় আমার কাছে এসেছে। আমি ইতোমধ্যে সেটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দফতর প্রধান। ওই সময় নিজ দায়িত্বে বহাল ছিলেন হুমায়ুন কবির চৌধুরী।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেতো। এখন যেহেতু অভিভাবক আছে, তাই আমি পদত্যাগ করেছি।