কুবির আইন অনুষদের ডিনের দায়িত্ব পেলেন নতুন উপাচার্য

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞাপন

অফিস আদেশে বলা হয়- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত 'আইন' বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক নিয়োজিত না থাকায় এবং ডিন পদ শূন্য থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন- ২০১৩ এর ধারা ২২ (৬) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী 'আইন অনুষদে'র ডিনের দায়িত্ব পালন করবেন। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ভিসি স্যারই আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন। মূলত আইন বিভাগে পদমর্যাদায় সিনিয়র শিক্ষক না থাকায় সংশোধিত আইন অনুযায়ী সে দায়িত্ব ভিসি স্যার পেয়েছেন।

বিজ্ঞাপন