শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন ইবি উপাচার্য

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা এবং শিক্ষার্থীদের মতামত শোনার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সঙ্গে আগামী ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় টি.এস.সি.সি মিলনায়তনে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। মতবিনিময় সভায় সম্মানিত সকল ডিন, বিভাগীয় সভাপতি এবং অফিস প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।