ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮ প্রশাসনিক পদে রদবদল

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪টি আবাসিক হল এবং ৪টি প্রশাসনিক দপ্তরে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ভিন্ন ৮টি প্রজ্ঞাপনে এসব তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

নতুন করে পরিবহন প্রশাসক, ছাত্র উপদেষ্টা, আই.আই.ই.আর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এবং মেয়েদের তিনটি হল ও ছেলেদের সাদ্দাম হোসেন হল প্রভোস্টের দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ করে তদস্থলে নতুন করে নিয়োগ প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

নতুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন- শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর স্থলে ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়ার স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ নিয়োগ পেয়েছেন।

এছাড়াও, ছাত্র উপদেষ্টা হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. মামুনুর রহমানের স্থলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো. জাকির হোসেনের স্থলে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আনার পাশা নিয়োগ পেয়েছেন।