চবির আবাসিক দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চবি
  • |
  • Font increase
  • Font Decrease

চবির আবাসিক দুই হলে তল্লাশি, ছবি: বার্তা২৪.কম

চবির আবাসিক দুই হলে তল্লাশি, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল গুলোতে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা দফতরের যৌথ অভিযানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রথম দিনে শহীদ আব্দুর রব ও শাহজালাল হলে এই অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় ৩০টি রামদা, ১৮টি মদের বোতল, ৫টি হেলমেটসহ রড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, এখন পর্যন্ত আমরা আব্দুর রব ও শাহজালাল হল তল্লাশি করে বিপুল পরিমাণ ধারাল দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।

এ ছাড়া কয়কটি হেলমেটসহ রড-স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করার মূল কারণ হচ্ছে, আমরা আগামী ৬ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি৷

বিজ্ঞাপন