সাজিদের পরিবারের পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া জবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের জন্য স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ) জবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে তার স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন জবির নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো.রেজাউল করিম। এ সময় উপাচার্য অধ্যাপক ড.মো.রেজাউল করিম শহিদ সাজিদের পরিবারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উপাচার্য অধ্যাপক ড.মো.রেজাউল করিম একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পক্ষ থেকে সাজিদের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ তার পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড.মো.মঞ্জুর মুর্শেদ ভূইয়া, উক্ত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার, শহিদ সাজিদের পরিবার এবং বিভাগের শিক্ষক- শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।