জবিতে স্ত্রীর সাথে দেখা করতে এসে আটক জাবি শিক্ষক

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দেখা করতে এসে আটক জাবি শিক্ষক/ছবি: সংগৃহীত

দেখা করতে এসে আটক জাবি শিক্ষক/ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলন চলাকালে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অন্যতম মদদদাতা বিশ্ববিদ্যালয়টির দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদকে আটক করেছে জবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ) জবি ক্যাম্পাসে তার স্ত্রীর সাথে দেখা করতে আসেন অধ্যাপক ফরিদ আহমেদ। পরবর্তীতে তাকে আটক করে জবি শিক্ষার্থীরা। এরপর কোতোয়ালি থানার ওসি সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর কাজে নিয়োজিত থাকায় তাকে জাবি শিক্ষার্থীরব অবাঞ্চিত ঘোষণা ও চাকরি থেকে অব্যাহতি দেয়ার জন্য বিভাগের সভাপতি বরাবর শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, অধ্যাপক ফরিদ আহমেদ ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসেন। খবর পেয়ে শিক্ষার্থীরা তাকে একটি রুমে আটক করে রাখেন। এরপর কোতোয়ালি থানার ওসি আসলে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন