দশ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষ্যে ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আট দিনের ছুটি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে ১৮,১৯ তারিখ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ১০ দিনের ছুটি পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই- ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষ্যে আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৩,১৫,১৬ অক্টোবর ইনস্টিটিউট ,বিভাগ ও প্রশাসনিক দপ্তর সমূহ বন্ধ থাকবে।

তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা সমূহ চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।