ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাজনীতি নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের/ছবি: সংগৃহীত

রাজনীতি নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের/ছবি: সংগৃহীত

আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করে তারা। এ সময় শিক্ষার্থীরা ছাত্রলীগকে সন্ত্রাসী ও দেশদ্রোহী আক্ষা দিয়ে ছাত্রলীগের রাজনীতি বন্ধের দাবি জানায়।

সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা রেখে বাংলা বিভাগের ইমরান হাসান ইমন বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলায়। ন্যায়ের পক্ষে কথা বলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে অমানবিক নির্যাতন করেছে। এই সন্ত্রাসীরা আমাকে মেরে আমার ফোন মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। ন্যায় কথা বললেই তারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে।

সভায় বক্তারা বলেন, দেশের ভালোর জন্য কথা বলায় ছাত্রলীগের গুন্ডারা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে। কতটা অমানবিক হলে একজন মানুষকে পিটিয়ে হত্যা করে তা ভাবতেও ভয় লাগে। বাংলাদেশে এই ছাত্রলীগ নামের গুন্ডালীগকে কোন প্রকার রাজনীতি করতে দেয়া যাবে না। প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

স্মরণ সভাটি ১২ ব্যাচের শিক্ষার্থী তৌসিফ মাহমুদ সোহানের তত্বাবধানে সঞ্চালনা করেন রাকিব হাসান।