র্যাগিংয়ের অভিযোগ প্রমাণ হলে ছাত্রত্ব বাতিল: কুবি উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার আবাসিক হলের সিট এবং ছাত্রত্ব বাতিল করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বুধবার (২৩ অক্টোবর) প্রথম বর্ষের নতুন ব্যাচের ক্লাস শুরুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতির বিষয় জানতে চাইলে এ কথা জানান তিনি।
তিনি বলেন, 'র্যাগিংয়ের ক্ষেত্রে এবার জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। র্যাগিংয়ের অভিযোগ কারো বিরুদ্ধে প্রমাণিত হলে তার হলের সীট এবং ছাত্রত্ব বাতিল করা হবে।'
অধ্যাপক ড. মো. হায়দার আলী আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ে রোববার (২৭ অক্টোবর) নতুন ব্যাচ আসবে। এসে তারা যদি র্যাগিংয়ের মতো বিষয়ের শিকার হতে হয় তা কোনোভাবেই কাম্য নয়। আমরা আজ ছাত্র পরামর্শক, একাডেমিক কাউন্সিল এবং প্রতিটি হল প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে বলেছি তারা যেনো নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র বা কারো কাছে ছেড়ে বিভাগ ত্যাগ না করেন। পাশাপাশি প্রতিটি হল প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে।'
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'নবীন শিক্ষার্থীদের একটি প্রস্পেক্টাস দেওয়া হবে যেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নাম ও মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তাদের নির্দেশনা দিয়ে দেওয়া হবে যেন তারা কোথাও কারো দ্বারা হয়রানির শিকার হলে সরাসরি জানায়।'
উল্লেখ্য, আগামী ২৭ অক্টোবর (রোববার) থেকে বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হতে যাচ্ছে।