আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের সুচিকিৎসায় কমিটি গঠন

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের সুচিকিৎসায় কমিটি গঠন

আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের সুচিকিৎসায় কমিটি গঠন

ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সুচিকিৎসার তত্ত্বাবধানে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নির্দেশনা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন বা ডিনের প্রতিনিধি কমিটির ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অমি সহকারী প্রক্টর মিসেস শেহরীন আমিন ভূঁইয়া।

বিজ্ঞাপন

এছাড়া দু’জন শিক্ষার্থীকে প্রতিনিধি করা হয়েছে। প্রতিনিধিরা হলেন- প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী উমামা ফাতেমা এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র আব্দুল কাদের।