বেরোবিতে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি প্রদীপ প্রজ্জ্বলন

  • বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর ) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় (অস্থায়ী) মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সেটি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরের সামনে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একই সাথে মিডিয়া চত্ত্বরের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে উৎসবটি উদযাপন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আজকের আয়োজিত দীপাবলির মূল মন্ত্রণা হলো প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জগতের সকল অন্ধকার যাতে কেটে যায়। প্রদীপের আলো সবাইকে যাতে আলোকিত করে, সুন্দর এবং সুশৃঙ্খল জীবন যাপন করে। এই আলো যাতে সবার জীবনে প্রভাব ফেলে। এই উৎসবে নিরাপত্তা দেওয়ার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।

বিজ্ঞাপন

ইংরেজি বিভাগের শিক্ষার্থী পঙ্কজ রায় বলেন, আজকে আমরা যে প্রদীপ প্রজ্জ্বলন করলাম সেটির মাধ্যমে যাতে জগতের যত আঁধার আছে সেটি যেন কেটে যায় এবং জগতের সকলের মাঝে যেন শান্তি বিরাজ করে।